মৌলভীবাজার প্রতিনিধি:
১২ মে ২০২৪ইং রোজ রবিবার বাংলাদেশি বংশোদ্ভূত মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নালিহুরী বড় বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মানবতাবাদি শিক্ষানুরাগী ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিই জেপি নিজ ইউনিয়নের আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজে আগমন উপলক্ষে, আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মানা স্বারক প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমনি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আবু সুপিয়ান, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজের অভিভাবক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী,স্কুল এন্ড কলেজের অধক্ষ্য মৌলদ আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গভনিং বডির সদস্য মোঃ আজিজুর রহমান, P T A এর সহসভাপতি মোঃ সেলিম আহমদ সাবেক আজমনি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফজলুর রহমান ও স্কুল এন্ড কলেজের প্রভাশক ও শিক্ষক/ শিক্ষিকা সহ সকল ছাত্র /ছাত্রী বৃন্দ।
Leave a Reply