নিজস্ব প্রতিবেদকঃ ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার সকল পূজা মন্ডপের অনুকুলে নগদ অর্থ ৫শ’কেজি করে চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসব চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এম.পি, সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও সাবেক চিফ হুইফ, বাংলাদেশ জাতীয় সংসদ
এছাড়াও বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুশীল শীলসহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ১৫৫টি পূজামণ্ডপে ৫০০ কেজি করে মোট ৭৭.৫০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
Leave a Reply