অগ্রযাত্রা সংবাদ ঃ
আজ সোমবার ০৪/১০/২০২১ তারিখ সকাল ৯:০০মিনিটে মৌলভীবাজার জেলা ইপিআই ভবনে চীনের সিনোফার্ম কোম্পানির তৈরী কোভিড-১৯ রোগের ৮০০০০ ডোজ (আশি হাজার) ভেরোসেল ভ্যাকসিন গ্রহন করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার শাহ আলম এবং সহকারি স্টোর কিপার(ইপিআই) প্রশান্ত কর্মকার। প্রাপ্ত ভ্যাকসিন মৌলভিবাজারের ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে আপনার নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হলো। টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে আপনার নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করুন।
Leave a Reply