কমলগঞ্জ, মৌলভীবাজার ঃ
বাবা সৈয়দ আয়ুব আলী। ভানুগাছ বাজারে পরিচিত আব্বাসীয়া হোটেল এর মালিক। এ হোটেল যা আয় হয় তাই দিয়েই কোন মতে সংসার ও সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন নিজের হোটেল ব্যবসা শেষ করে মেয়ের খবর নেন। মেয়েও বাবা এ কষ্টের বিষয়টি মাথায় রেখে নিজেকে ডাক্তার হিসাবে ছোট বেলা থেকে স্বপ্ন দেখতো। অত্যন্ত মেধাবী ছাত্রী হিসাবে এলাকায় পরিচিত। সদ্য এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ন মেডিকেল বিশ্ব বিদ্যালয় কুষ্টিয়ায় চান্স পাওয়া সৈয়দা মাহমুদা আক্তার কলি ৫ম, ৮ম, কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি তে গোল্ডেন জিপিএ ৫ ও এইচ এসসিতে বিএএফ শাহীন কলেজ হতে গোল্ডেন জিপিএ -৫ পায়। তার পর মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে ভর্তি জন্য দিনরাত লেখাপড়া চালিয়ে যায় সে । বাবা প্রথমে রাজি না হলেও মেয়ের উৎসাহ দেখে কোর্চিং রাজি হন। কঠোর পরিশ্রম করে এমন সাফল্য এসেছে বলে বাবা আয়ুব আলী মনে করছেন। ছেলে একটা কলেজে পড়াশুনা করছে। বলছিলাম পৌরসভার ২নং ওয়ার্ড বড়গাছ গ্রামের সৈয়দ আয়ুব আলীর কন্যা সৈয়দা মাহমুদা আক্তার কলির কথা। এলাকাবাসীও তার এমন সাফল্য খুশি। সবাই দোয়া করছেন সে যেন একজন বড় ডাক্তার হয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়।
কলির এমন সাফল্যে অভিনন্দন ও মোবারকবাদ।
Leave a Reply