নিজস্ব প্রতিবেদক: মনু দলই ভ্যালী সভাপতি ও ইউপি সদস্য বাবু ধনা বাউরীর পারিবারিক উদ্যোগে প্রতিবছরের ন্যায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বস্র বিতরন অনুষ্টিত হয়। ২১ অক্টোবর সকালে তার নিজ বাড়িতে বিতরন কাজের শুভ উদ্বোধন করেন রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, উপস্তিত ছিলেন, মনু দলই ভ্যালীর মাঠকর্মী শংকর তাতী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক নুরুত্তম বর্ধন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, মিরতিংগা চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক প্রমুখ। ৫শতাধিক নারী পুরুষের মাঝে বস্র বিতরন করা হয়।
Leave a Reply