নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।৯ বছরের স্কুলছাত্রী তাজরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তোলপাড় কুমিল্লা। হত্যাকারীর বিচার দাবি জানান, শিশুটির পরিবারসহ সচেতন মহল। অভিযোগ পেয়েই অভিযানে নামে র্যাব।
বুধবার (১ মে) সকালে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত বখাটে মফিজুল ইসলাম মফুকে মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম মফু (৩৮) সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এ বিষয় র্যাব ১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। মফু একই এলাকার নিহত ঝুমুরের প্রতিবেশী। সম্পর্কে চাচা হয়। পূর্বপরিকল্পনা মতে, মফু আগে থেকে এলাকায় অবস্থান করছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝুমুরকে খিলপাড়া ধানক্ষেতে তুলে নিয়ে ধর্ষণের পর চিৎকার করলে শ্বাসরোধে হত্যা করে। সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সৌনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ঝুমুর স্কুল ছুটির পর বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে ধানক্ষেতে মেলে মরদেহ। পাশে পড়ে ছিল স্কুলড্রেস, জুতা ও ব্যাগ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওইদিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন।
Leave a Reply