মৌলভীবাজার প্রতিনিধি : ঝমকালো আয়োজনের মাধ্যেমে লন্ডন ২ মৌলভীবাজার চ্যানেলে এর ১১ জন এডমিন ও প্রতিনিধিদের মাঝে ID কার্ড বিতরন করা হয় –১২ অক্টোবর রোজ সোমবার শহরের কারীরবাজার নামক স্থানীয় এক রেস্টোরেন্টে এই অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় চ্যানেলের এডমিন শামীম আহমদ এর সভাপতিত্বে ও চ্যানেলের এডমিন জুয়েল আহমদ এর পরিচালনায় চ্যানেল এডমিনদের মাঝে উপস্থিত ছিলেন – আব্দুল মান্নান , সোহেল আহমদ,সৈয়দ মোয়াজ্জেম আলী, সৈয়দ সুয়েব আলী, নাঈম আহমদ,হাবিবুর রহমান খান, কিবরিয়া আহমেদ, মো: মকসুদ আলী খান,নোমান আহমদ। লন্ডন 2 মৌলভীবাজার এর ফাউন্ডার চেয়ারম্যান মোঃ রকিব মিয়া ( লন্ডন প্রবাসী) এই চ্যানেলটি পরিচালনা করে যাচ্ছেন। এবং উনার সকল প্রতিনিধিদের উনি উৎসাহ জাগিয়ে দেন, এবং সব সময় সৎ ও নিষ্টার সাথে কাজ করে যাওয়ার কথা বলেন। যাদের মধ্যে আইডিকার্ড বিতরণ করা হয় তারা হলেনঃ শামিম আহমেদ,জুয়েল আহমেদ,সুয়েল আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম আলী,সৈয়দ সুয়েব আলী,নাঈম আহমেদ,হাবিবুর রহমান খাঁন,রোমন আহমেদ,মোঃ আব্দুল মান্নান,মোঃ মকসুদ আলী খাঁন,মোঃ কিবরিয়া আহমেদ,
Leave a Reply