অগ্রযাত্রা সংবাদ ডেস্ক:
১)যে ঘরে স্বামী স্ত্রী একি কম্বলের নিচে ঘুমাবেন,
ঐ ঘরে আল্লাহ রহমত নাজিল হতে থাকে।
–বুখারী।
২)যে ঘরে স্বামী ও স্ত্রী এক সাথে তাহাজ্জুদ এর
নামায পড়বে, সে ঘরে জীবনে কোনো দিন অশান্তি
হবেনা”– বুখারী ও মুসলিম।☆
৩)যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা
ভাত খাইয়ে দিবে,
আল্লাহ ঐ স্বামীর ছগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা
ভাত খাইয়ে দিবে, আল্লাহ ঐ স্ত্রীর ছগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এবং প্রতি লোকমার বিনিময়ে ১০০০ নেকি উভয়ের আমলনামায় দান করবেন।
— মুসলিম শরীফ.☆
৪)যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লিখা হয়।
— তিরমিজি।☆
৫)স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা, গল্প করে,হাসি খুশি কথা বলে, তখন প্রতিটা মিনিটে এবং সামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমল নামায় ১০ টা করে নেকি লিখা হয়।
__আবু দাউদ ( স্বামী স্ত্রী অধ্যায়)☆
৬)যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ঐ স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নুর পয়দা হয়”।
–বুখারী শরিফ।☆
৭)যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু
দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে,
প্রতিটা চুমুর বিনিময়ে ১০০ টা নেকি তাদের আমলনামায় লিখা হয়।
—মুসনাদে আহমদ (স্বামী স্ত্রী অধ্যায়)☆
৮) যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে
এবং শারীরিক মিলনের আগে ২ রাকাত নামাজ পড়ে নেয় ও রাসুল সঃ এর সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমল নামায় লিখা হয়।
–বায়হাকী ( স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়)..☆
৯)যে স্বামী তার স্ত্রীকে কোরঅানের এলেম শিখাবে, এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহপাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন।
১০)যে সন্তান তার পিতামাতার
ভরণ পোষন করবে বা সেবা করবে,
এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।
— মুসলিম শরীফ
Leave a Reply