নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাসের এক শিশুপুত্রকে ফেলে পালিয়ে গেছেন তার মা। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটে এ ঘটনা।
জানা গেছে, ওই শিশুটিকে অন্য এক নারীর কাছে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে লাপাত্তা হয়ে যায় মা। শিশুটি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের হেফাজতে রয়েছে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করছে মানুষ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস জানান, বেলা ১১টার দিকে শিশুটির মা পরিচয় দিয়ে অন্য একজন নারীর কাছে তাকে রেখে পালিয়ে যান এক নারী। দীর্ঘ সময় পার হলেও হলেও তিনি ফিরে না আসায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় স্বাস্থ্যগত দিক থেকে পুরোপুরি সুস্থ রয়েছে সে।
বর্তমানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
Leave a Reply