

আব্দুল বাছিত খানঃ
মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর বিকাল ৩টায় সংস্থার কার্যালয়ে সভাপতি মাইনুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার,সাংবাদিক আব্দুল বাছিত খান, মানবাধিকার সদস্য জ্যোতির্ময় চক্রবর্তী, বিউটি রানী দেবী,আব্দুর রহমান রহমত,দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সহ সভাপতি সোহেল হাকিম, মানবাধিকার কর্মী রিপন আহমদ সহ আরো অনেকে।
Leave a Reply