মো:মুক্তাদির হোসেন,গাজীপুর কালীগঞ্জ উপজেলা ঃ
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কালীগঞ্জ থানার মৃত্যুদাবির চেক প্রধান অনুষ্টিত হয়েছে।গতকাল ০৯ অক্টোবর রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময়,সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কালীগঞ্জ শাখা,দড়িপাড়া অফিসে মৃত্যুদাবীর চেক প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে , উক্ত সভায়,চেক প্রাধান করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক কোঅডিনেটর মি:সঞ্জয় দত্ত, ব্র ব্রাঞ্চ কো অডিনেটর মি:তপন এইচ গমেজ,আরো উপস্হিত ছিলেন বি এম রাম প্রাশাদ মন্ডল,বি এম মো:মুক্তাদির হোসেন,ও অফিস হিসাব রক্ষক মিসেস:প্লেইজি গমেজ,উক্ত সভায় গ্রাহক সুভাষ চন্দ্র দাস ও অমিত মন্ডল এর নমিনীর নিকট মৃত্যু দাবীর চেক প্রাধান করা হয়।উল্লেখ থাকে যে মাএ ২৪দিন এর মধ্য মৃত্যু দাবী চেক প্রাধান করা হয়।এ বিষয়ে সন্ধানি লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড এর কালীগঞ্জ ব্রান্স কো অডিনেটর এইচ এম তপন গমেজ জানান বীমার ক্ষেত্রে সন্ধানী লাইফ এর বিকল্প নেই,আমরা গ্রাহক দের সব সময় প্রাধান্য দিয়ে থাকি,জীবন বীমার ক্ষেত্রে শীর্ষে সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড, আপনার সন্তান এর ভবিষ্যৎ এর জন্য সন্ধ্যানী লাইফ এ বীমা,ডিপি এস,এস ডি পি এস করুন,আগামীর পথ চলা সুগম করুন।উক্ত সভা সভা সন্চলনায় ছিলেন মি: রাম প্রাশাদ, সভাপতিত্ব করেন,মি:তপন এইচ গমেজ।
Leave a Reply