অগ্রযাত্রা ডেস্ক: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাে বলেছিলেন ?
وفشا الزنا في قوم إلا كثر فيهم الموت .
“যে জাতি যেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের মধ্যে মহামারী দেখা দেয়।”
–মিশকাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দীর্ঘ হাদীসে পাঁচটি অপরাধ ও তার অপকারিতাসমূহ বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি অপরাধ তিনি উল্লেখ করেছেন, যে জাতির মধ্যে ব্যভিচার প্রসার লাভ করে এবং প্রকাশ্যে তা সংঘটিত হতে থাকে, আল্লাহ তাআলা তাদের বিভিন্ন প্রকারের মহামারীতে আক্রান্ত করেন এবং এমন দুঃখ দুর্দশায় নিপতিত করেন, যা তাদের পূর্বযুগের লােকেরা কখনাে দেখেন নি।
-ইবনে মাজা
Leave a Reply