

কত আশাই তো করি করি জীবনে
আশা করি — সুখী-সমৃদ্ধ জীবনের
সন্তানসন্ততির উচ্চশিক্ষার, প্রাচুর্য ও বৈভবের
সর্বোপরি শান্তির নিঃশ্বাস ফেলে মৃত্যুর —
না — না, এসব কিছুই হলো না, হয় না।
সব প্রত্যাশাই নিরাশার দ্বৈরথে ধূলিসাৎ হয়
মুছে যায় সুখের রেখা বৃত্ত বন্দী জীবন থেকে,
ভাঙা স্বপ্নের হাটে ফেরি করি মুঠো মুঠো স্বপ্ন
যা কেউই কেনে না, কেউই নিতে চায় না।
তাই আর কোনো আশা করি না
বেশি করে আশা করে সুখের পাখিও পুষি না।
লিখেছেন: মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply