

সব কাজে স্বার্থ খোঁজেন, নিজের টাও ভালো বোঝেন
স্বার্থে ঘা লাগলে তেলেবেগুনে জ্বলে ওঠেন —
পরের শ্রী দেখলেই গায়ে আগুন ধরে,
নির্দ্বিধায় বলবো — আপনি উদার নন
সমাজে আপনি সুশীল — মেনে নেয়া যায় না।
আপনার সুরতটা মানুষের মতো হলেও
স্বভাবে ও ভাবনায় আপনাকে মানুষ বলে ভ্রম হয়,
সমাজের এই-যে অধঃপতন তার কারণ একটাই
তা হলো এমন স্বার্থপর মানুষের হীনম্মন্যতা।
কোনো সুশীল নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কথা বলে না
ব্যক্তিস্বার্থে কোনো তেল বাজি করে না
অথচ কত সহজেই আপনার রং পালটে যায়
কখনো ডালের কখনো নিচের টাও কুড়িয়ে খান
আমি এমন মানুষকে স্বভাবতই এড়িয়ে চলি
বলতে পারেন কিছুটা করুণা করি।
লিখেছেন: মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply