ডিমলা(নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত ডালিয়া নতুন বাজারে ব্যাংকিং সিস্টেমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ব্যাংক এশিয়া লিঃ এজেন্ট ব্যাংকিং এর। ইউডিসি’র উদ্দ্যোক্তা গোলাম আজম এর সার্বিক তত্ত্বাবধায়নে চালু হবে এই এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সেবা।
উদ্দ্যোক্তা গোলাম আজম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার।
বর্তমান সরকার গরীব, দুঃখী ও মেহনতি মানুষের ব্যাংকিং সেবা দ্বারে পৌছে দেয়ার জন্য এই ব্যাংক এশিয়া লিঃ সাইটটি চালু করেছে।
যাতে করে মানুষ হাতের নাগালেই ব্যাংকিং সেবা পান। তিনি আরো বলেন, আমার এই ব্যাংকিং সিস্টেমে ক্ষুদ্র ও মাঝারি ঋন প্রদান করা হবে তাতে করে দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে আশা রাখছি। তাই আমি চেষ্ঠা করছি এলাকার সর্বস্তরের মানুষকে গ্রাহক সেবা দিতে। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সেবা সমুহঃ
১.সঞ্চয়ী ও চলতি হিসাব
২. স্কুল ব্যাংকিং হিসাব
৩.মাসিক সঞ্চয়ী হিসাব
৪. মেয়াদী সঞ্চয়ী হিসাব
৫. নগদ জমা ও উত্তোলন
৬. ফান্ড ট্রান্সফার(ব্যাংক এশিয়া যেকোনো হিসাব)
৭.ই.এফ.টি.আই.এন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার
৮. বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদা
৯. বিদ্যুৎ বিল গ্রহন
১০. পাসপোর্ট ফি গ্রহন
১১. ক্ষুদ্র ও মাঝারি ঋন প্রদান
১২. ভোক্তা ঋন প্রদান
১৩. কৃষি ঋন প্রদান
১৪. ডেবিট কার্ড প্রসেসিং
১৫. ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সুবিধা।
Leave a Reply