কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউপি’র চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয় ।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী ।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলামের বিরুদ্ধে ভিজিপি কর্মসুচির খাদ্যশস্য বিতরণের অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে । জেলা প্রশাসক কিশোরগঞ্জ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে ।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম গতকাল আমাদের সময়কে বলেন, এখনো কোনো চিঠি পাইনি । এ বিষয়ে এখন কোনো কথা বলতে রাজি নন তিনি ।
এব্যাপারে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন সাক্ষরিত একটি চিঠি পেয়েছি ।
Leave a Reply