filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃ মিনিবার প্রাইজমানি ফুটবল টূর্ণামেন্ট এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে রূপসী বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে শমশেরনগর চা বাগান মাঠে পুরস্কার বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইয়াকুব মিয়ার সভাপতিত্বে ও গনেশ পাশি বিশাল সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক সৈয়দ ইশতিয়াক আহমেদ বাবেল, দুরন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান পারুল, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শমশেরনগর চা বাগানের স্টাফ তানভীর হাসান, এম এ আহাদ, সমাজ সেবক শাফাতুল ইসলাম মাসুদ, গোলাপ মাদ্রাজি, প্রেম নারায়ণ গোয়ালা, নাসির চৌধুরী, তনুময় বর্মা প্রমুখ।
সমাপনী খেলায় ফুলছড়া একাদশ শ্রীমঙ্গলকে টাইব্রেকারে পরাজিত করে স্বাগতিক শমশেরনগর একাদশ শিরোপা জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস প্রাইজমানি, ট্রপি দিয়ে সহযোগিতা করেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও সমাজ সেবক শিবলী আহমেদ চৌধুরী।
Leave a Reply