তোমরা যখন সোনার খাটে বিভোর ঘুমের দেশে
আমরা তখন রাত্রি কাটাই ঘরের চালে বসে।
তোমরা যখন ব্যস্ত খেতে ভাত রুটি আর ফল
খাবার খুঁজতে আমরা পেরোই সাত সাগরের জল।
তোমরা যখন বিশুদ্ধ জল ফেলছ মনের সুখে
জলের লাগি মরছি মোরা তৃষ্ণা নিয়ে বুকে।
তোমরা যখন নতুন পোশাক কিনছ হালি হালি
আমরা ব্যস্ত পুরনো গুলায় দিতে জোড়াতালি।
তোমরা যখন একটু রোগেই ঔষধ কিনে খাও
আমরা রোগে মরি মরি পাইনা ঔষধ তাও।
তোমরা যখন বই নিয়ে যাও স্কুল কলেজে হেসে
পাইনা মোরা বই খাতা সব কোথায় গেছে ভেসে।
তোমরা যখন আলোক জ্বেলে রাতকে কর দিন
সন্ধ্যা বাতি দিতে আমরা পাইনা কেরোসিন।
তোমরা শখে আস্ত মুরগী করছ পুড়ে লাল
জ্বালানি নেই আমরা খাই আধা সিদ্ধ চাল।
তোমরা যখন খেলার মাঠে করছ নানান খেলা
আমরা মাঠের জলের উপর ভাসাই কলার ভেলা।
তোমরা যখন মুচকি হাস আউশের ক্ষেত দেখে
তলিয়ে যাওয়া জমি মোদের জল এনে দেয় চোখে।
এই আমরা বানবাসীদের করুণ পরিণতি
একটু যদি থাকতে পাশে দুর হত দুর্গতি।
বানভাসিদের কান্না
লিখেছেন,ফেরদৌস আহমেদ।
ছবি সংগৃহীত
মুক্তির মিছিল বইটি কেউ সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে।
01407279266
Leave a Reply