কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ইয়ুথ ক্লাব, তেতইগাঁও কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত আন্ত: কমলগঞ্জ মণিপুরি দ্বৈত ব্যাডমিন্টন (বালিকা) টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন।
অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও দিলীপ কুমার সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবন জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেনারেল সার্টিফিকেট শাখা) অরূপ রতন সিংহ, সমাজ কর্মী ইবুঙহাল শ্যামল তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, শনগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঞ্জরানী দেবী, হকটিয়ালখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজ্জাদুল হক স্বপন, আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ সিংহ, ভানুবিল মণিপুরী কমিউনিটি বেইজড ট্যুরিজম পরিচালক নিরঞ্জন সিংহ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় ভানুবিল এ দল লৈফ্রাকপম লৈকায়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং মঙ্গলপুর দল নয়াপত্তন দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় মোট ১২টি দলের অংশগ্রহণ করে।
Leave a Reply