নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুরে পানিতে ডুবে রিয়ন (৬) ও তামিম মিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর কানিপাড়া গ্রামের ধারাই চতরা বিলে এ দুর্ঘটনা ঘটে।
শিশু রিয়ন ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে। অন্যদিকে তামিম মিয়ার বাবার নাম মিজানুর রহমান। তিনিও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশেই খেলছিলো রিয়ন ও তামিম। পরে তারা বিলে শাপলা তুলতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিল থেকে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি মো. মাহবুব আলম বলেন, বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। অসাবধানতাবশত এমনটি ঘটেছে। অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply