নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারে কামালপুরের নতুন ব্রীজে ব্যবসায়ী কমিটি গঠন অনুষ্ঠিত।
শনিবার ৮ জুলাই সন্ধ্যা ৮ ঘটিকায় ৩ নং কামালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ আপ্পান আলী এর নতুন ব্রীজস্থ অফিসে অত্র পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এর সভাপতিত্বে নতুন ব্রীজ-ত্রৈলোক্যবিজয় বাজার ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে ” নতুনব্রীজ-ত্রৈলোক্যবিজয় বাজার,ব্যবসায়ী কমিটি গঠন করা হয়।সভাপতি -মো: জাহাঙ্গীর হোসেন
সিঃ সহ সভাপতি- মো: আব্দুল গণি,সহ-সভাপতি – মো: মাহমুদ মিয়া( মাম্মদ),সহ-সভাপতি -মো: এনামুল হক
সহ-সভাপতি ড: খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক – সুমন আহমদ,যুগ্ন সাধারণ সম্পাদক – আব্দুল মান্নান খান,সাংগঠনিক সম্পাদক -মো: আজমল হোসেন
কোষাধ্যক্ষ-মো: বাবুল মিয়া,প্রচার সম্পাদক – খোকন আহমদ,সদস্য বাবু ঝন্টু লাল দে,মো: হুমায়ুম কবির, মো: মুহিদ মিয়া,মো: শাহিন মিয়া,সাহেদ আহমদ
মো: সোহেল মিয়া,আব্দুল্লাহ মাসুদ,মো: রুবেল মিয়া,
মো: বাবর জায়গীরদার,মো: আলকাছ মিয়া, মো:লোকমান মিয়া।
৩ বছর মেয়াদের কমিটি সর্বসম্মিততে ঘোষণা করেন ৩ নং কামালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আপ্পান আলী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও কামালপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী সহ
স্থানীয় প্রবীন মুরব্বী মোতাজিল মিয়া,মশাহিদ মিয়া,আবুল কালাম,বাবর মিয়া,প্রমূখ
Leave a Reply