জাগরণ
————————————————————————-
মোঃ বদরুল ইসলাম
যে প্রকৃতই ঘুমন্ত তাকে জাগানো যায়
ঘুমের ভান করে যে মরার মতো পড়ে থাকে
কখনোই জাগানো যায় না তাকে।
একজন সুখী মানুষ কখনো দুঃখীজনের কষ্ট
অনুভব করতে পারে না —-
দুঃখ-কষ্টের কী যে তীব্র দহন তা সে জানে না।
রক্ত দিয়ে রক্তের দাগ মুছে দেয়া যায় না,
যে আঁধার জমে থাকে মনে ও চরাচরে
সে আঁধার যায় না অযথাই রাতের আঁধারে ঘুরে।
শিশিরে শিশিরে নদীর প্লাবন ডাকে না
আকাশের করুণা হলেই বৃষ্টি ঝরে —
নদীনালা খালবিল উপচে উপচে পড়ে,
নক্ষত্রের আলোতে আলোকিত হয় না আকাশ
যতক্ষণ না জ্যোৎস্নার দুধ ঝরে পড়ে।
একজন হৃদয়বান মানুষ সবার মন রাখতে পারে না
মন বুঝতে গেলেও হৃদয়ের উত্তাপ লাগে,
সুখ যদি অধরা হয় পাবে না তা দুঃখ দিয়ে কিনে
যদি না থাকে ভালোবাসা যা হৃদয়ে জাগে।
মোঃ বদরুল ইসলাম
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply