আন্তর্জাতিক ডেস্কঃ
জামে মসজিদের শাহি ইমাম বলেন, ‘‘আমরা বিক্ষোভের ডাক দিইনি। নমাজের শেষে কয়েক জন স্লোগান দিতে শুরু করেন। তাদের ঘিরে আরও বহু মানুষ জড়ো হন।’’
নিলম্বিত (সাসপেন্ডেড) বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও তাঁর সহকর্মী নবীন জিন্দলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছে একাধিক সংগঠন। শুক্রবারের নমাজের পর রাজধানী দিল্লির জামা মসজিদের সামনে বিশাল জমায়েত থেকে অভিযুক্ত বিজেপি নেতানেত্রীকে গ্রেফতারের দাবি ওঠে। একই রকম জমায়েত হয় উত্তরপ্রদেশের সহারানপুর, কলকাতার পার্ক সার্কাস-সহ দেশের বিভিন্ন জায়গায়।
বৃহস্পতিবারই দিল্লি পুলিশ জানিয়েছিল, তারা নূপুর ও নবীন-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যদিও তাঁরা কেউই এখনও গ্রেফতার হননি।
প্রসঙ্গত, একটি সংবাদমাধ্যমে বিজেপি মুখপাত্র নূপুরের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আরব দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতকে। কাতার-সহ একাধিক দেশের শপিং মলে ভারতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ হয়েছে। পশ্চিম এশিয়ায় যে বিপুল সংখ্যক ভারতীয় কাজ করেন, তারাও কাজ হারানোর আশঙ্কায়।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবারের নমাজের শেষে দিল্লির জামা মসজিদের সামনে নূপুর শর্মা ও নবীন জিন্দলের গ্রেফতারির দাবি তোলে বিশাল জমায়েত। জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, তাঁদের তরফে কোনও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়নি। তিনি বলেন, ‘‘আমরা জানি না এটা কারা শুরু করল। নমাজ শেষ হওয়ার পরই কয়েক জন স্লোগান দেওয়া শুরু করেন। তাঁদের ঘিরে আরও মানুষ জড়ো হন। পুলিশ কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা করে দেয়। এখন সবই ঠিক আছে।’’
শুধু দিল্লিই নয়, বাংলার পার্ক সার্কাস, উত্তরপ্রদেশের সহারানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ থেকেও বিক্ষোভের খবর শোনা গিয়েছে। নূপুর, নবীনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভের খবর এসেছে দেশের অন্য জায়গা থেকেও।
সকল খবর সাথে সাথেই পেতে “অগ্রযাত্রা সংবাদ” ফেসবুক পেইজটি ফলো করুন।
Leave a Reply