মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য মৌলভীবাজার জেলার সদর ও কমলগঞ্জ উপজেলায় ৩য় পর্যায়ে নির্মিতব্য গৃহসমূহ আজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আল মামুন মুর্শেদ। এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ৩য় পর্যায়ে নির্মিত গৃহসমূহ উপকারভোগীগণের মাঝে হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ে নির্মিত হচ্ছে ৭৭৯টি গৃহ, যার মধ্যে ৫৭৯টি আগামী ২৬ তারিখ উপকারভোগীগণের মাঝে হস্তান্তর করা হবে।
Leave a Reply