বিশেষ প্রতিনিধি ঃ
শাহজাহানপুর এলাকায় ০৭ জুয়াড়ি গ্রেপ্তার ।নিয়মিত মামলা রুজু।আসামিদের কোর্টে প্রেরণ।।ইং ২২/০৩/২০২২ তারিখ রাত্র ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার হরষপুর (তেলিযাপাড়া) পুলিশ ফাড়ির এসআই (নিঃ) মোঃ জাকারিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০৬নং শাহজাহানপুর ইউপির বনগাঁও এক্তিয়ারপুর সাকিনস্থ জনৈক মোঃ সোহেল মিয়া (৩০) পিতা-নুর আহমদ এর বসতঘরের পূর্ব পাশের কক্ষে জুয়া খেলারত অবস্থায় জুয়ারী ১. মোঃ আকরাম হোসেন @ রাসেল হোসেন(২৪), পিতা-মোঃ রফিক মিয়া গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহপুর ইউপি) , থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ, ২.মোঃ হৃদয় মিয়া (২৪), পিতা-মোঃ বেনু মিয়া, গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহানপুর ইউপি), থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ ৩. মোঃ রুবেল হোসেন সানি (২৫), পিতা-মৃত ইনু মিয়া, মাতা-মোছাঃ জুলেখা বেগম, গ্রাম- হাজীপুর (হরষপুর ইউপি), থানা- বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৪. মোঃ জুয়েল মিয়া(২৯), পিতা-মোঃ ছবুর মিয়া, গ্রাম- বনগাও এক্তিয়ারপুর, থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ ৫.মোঃ রাব্বী মিয়া(২৪) পিতা-মৃত অনু মিয়া গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহানপুর ইউপি), থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ, ৬. মোঃ জুনায়েদ মিয়া(২৩), পিতা-মোঃ আজদু মিয়া গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহানপুর ইউপি), থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ, ৭. মোঃ কাউসার মিয়া (২২), পিতা-মোঃ লাল খান মিয়া গ্রাম- কুটানিয়া (০৫নং আন্দিউড়া ইউ/পি), থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জদেরকে আটক করেন এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ২,৮৮০ টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত জুয়ারী সহ মোট ০৮ জনকে এজাহারভুক্ত করিয়া জুয়া আইনে মামলা রুজু করতঃ গ্রেফতারকৃত জুয়ারীদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
টিম মাধবপুর থানার অভিযান চলবে।।
Leave a Reply