জালালুর রহমান:: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে।সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
রেজওয়ান আহম্মদ তৌফিক, সংসদ সদস্য কিশোরগঞ্জ -৪ ( ইটনা – মিটামইন – অষ্টগ্রাম )। উল্লেখ্য ৩ উপজেলায় তিনি হাওর বন্ধু তৌফিক নামে পরিচিত। অষ্টগ্রাম,মিটামইন,ইটনা,তিন উপজেলার জনগণের মনজয় করে নিয়েছেন, রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি। জনগণের প্রাণ প্রিয়,ভাটি অঞ্চলের মাটি ও মানুষের যোগ্য নেতা হাওয়র বন্ধু তৌফিক নামে পরিচিত তিনি।
Leave a Reply