গত এক সপ্তাহে আফগানিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬০ জন নিহত ও আরও অনেকে নিখোঁজ রয়েছেন। শনিবার আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিখোঁজদের সন্ধানে কাজ করছে। বর্তমান সময়ে দেশটির অন্তত ৩০টি প্রদেশে বন্যার হানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতদের মধ্যে শুধু রাজধানী কাবুলেই নিহত হয়েছেন ১১৬ জন। ১৫ জন নিখোঁজ ও ১২০ জন গুরুতর আহত হয়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় ১৩টি প্রদেশ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানীর বাইরের প্রদেশগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে ত্রাণ সহায়তা বা অনুসন্ধান করা সম্ভব হচ্ছে না। ফলে রাজধানীর বাইরে মৃতের সংখ্যা কত তা ঠিকভাবে জানাতে পারেনি মন্ত্রণালয়। ফলে অন্য রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি কাবুলের চেয়ে খারাপ হওয়ায় মৃতের সংখ্যা ভিতিকর হতে পারে বলে মন্তব্য করেছে দেশটির শীর্ষ পর্যায়ের সংবাদমাধ্যমগুলো।
Leave a Reply