অগ্রযাত্রা সংবাদ ঃ
একজন হাফিজ শিক্ষক আবশ্য
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন হযরত শাহ্ আজম (রহঃ) হিফজুল কোরআন দরগাহ্ মডেল মাদরাসার জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন হাফিজ শিক্ষক আবশ্যক।
শর্তাবলীঃ
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া।
দাখিল / আলিম ও কারীয়ানা পাশ হতে হবে।
তিলাওয়াত বিশ্বমানের ও মশকে পারদর্শী হওয়া।
বিবাহিত হওয়া।
তাকওয়াবান ধৈর্যশীল,পরিশ্রমী,ইস্তিকামাতের গুন হওয়া।
আগ্রহীপ্রার্থীগন সদ্য তোলা ২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার সকল ফটোকপি সহ আগামী ১৬/১১;২০২১ ইং তারিখে মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আলোচনা সাপেক্ষ সম্মানজনক হাদিয়া বোনাস সহ থাকা খাওয়া সু – ব্যবস্থা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ ১৭ নভেম্বর ২০২১ ইংরেজী তারিখে বাদ যোহর অত্র মাদ্রাসায় সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি সাথে আনতে হবে।
01611816603 01713816603
Leave a Reply