নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় পলাশবাড়ী থেকে যাত্রীবাহী অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কোমরপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে পলাশবাড়ীর দক্ষিণ বন্দর সরকার তেলের পাম্পের সামনে পৌঁছালে অপর দিক থেকে রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামের শহিদুল ইসলামের ২য় ছেলে জেলাল নিহত হয়।
জেলালের আপন বড়ভাই হেলাল সহ গুরুতর আহত হয় আরো তিনজন । আহতরা বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘাতক ট্রাকটি আটক সম্ভব হয়নি।
Leave a Reply