(বগুড়া) প্রতিনিধিঃ উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাঁশহাটা বাঙ্গালী নদীতে গোসল করতে নেবে পানিতে ডুবে নিখোঁজ সাকিব (১২) লাশ উদ্ধার করেছে বিভাগীয় ফায়ার সার্ভিস ডুবুরি দল। পরে স্থানীয় ইউপি সদস্যের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুননবী ও জাকির হোসেনের নেতৃত্বে ডুবুরি রওশন ও জুয়েলের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা ব্যবধানে লাশটি উদ্ধার করতে সক্ষম হন।
নিহত সাবিক উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের সিকান্দার আলীর ছেলে মিঠু মিয়ার পুত্র। গত শনিবার বোন মিতুর সঙ্গে বাঁশহাটা বালুচর এলাকার বোন জামাই আলমগীরের বাড়িতে বেড়াতে এসেছিল সাকিব। মঙ্গলবার আনুমানিক বিকাল ৩ ঘটিকায় বন্ধুদের সাথে গোসল করতে নেবে পানিতে ডুবে নিখোঁজ হয়। ওইদিন স্থানীয়রা পুলিশের উপস্থিতে রাতভর সর্বাত্মক চেষ্টায় সাকিব কে উদ্ধার করতে ব্যর্থ হলে স্থানীয় উপজেলা ফায়ার ফার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগীতায় রাজশাহী থেকে ডুবুরি এসে সাকিবের লাশ উদ্ধার করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ডিফেন্স রাজশাহীর টিম লিডার নুরুনববী ও জাকির হোসেন জানান, মঙ্গলবার সন্ধায় কন্টোলরুমে বার্তা পৌঁছালেও ডুবুরি সংকটের কারণে ওইদিন তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরদিন দুপুর ১২টায় ঘটনা স্থলে পৌঁছে দুই ঘন্টার ব্যবধানে লাশটি উদ্ধার করতে সক্ষম হন এবং স্থানীয় ইউপি সদস্য মো. রুবেল উদ্দীনের কাছে লাশটি হস্তান্তর করেন। চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই রুবেল লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply