অগ্রযাত্রা সংবাদ ঃ
”বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি ” শ্রীমঙ্গল প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায়
পোনামাছ অবমক্তকরণ করেন উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন, শ্রীসঙ্গল উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান মিতালি দত্ত, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান আশিক,সাধারণ সম্পাদক মো.শাহাজান মিয়া প্রমুখ।
Leave a Reply