সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরের ধান কাটতে যাওয়া আপন দুই ভাই বজ্রপাতে নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ কৃষক। নিহতরা হলেন ভাটিপাড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের কৃষক ফখরুল ইসলাম(৪৭) ও ফজলু মিয়া (৪৫)।
আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়াও এ সময় আরও তিন কৃষক গুরুতর আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাজপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত হলে পাশের জমিতে ধান কাটার সময় বজ্রপাতের আঘাতে একই পরিবারের আপন ২ ভাই নিহত হন। আহত হয়েছেন আরও তিন কৃষক। আহতদের স্থানীয়দের সহায়তা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
দিরাই থানার ওসি আজিজুর রহমান বজ্রপাতে একই পরিবারে দুই ভাই নিহত ও ৩ কৃষক আহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply