কমলগঞ্জ,মৌলভীবাজার ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন ও নিহত ১ জন। প্রথম ঘটনা আন্তনগর পাহারিকা ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে কাজল কর নামের এক ব্যক্তি নিহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন ঢাকা-সিলেট রেল লাইনে। আত্মহত্যাকারী পান দোকানি কাজল চন্দ্র কর (৪৫) কমলগঞ্জ পৌরসভাধীন ধানসিঁড়ি এলাকার মৃত জুগেশ চন্দ্র করের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এক ব্যক্তি বার বার ট্রেন লাইনে মধ্যে উঠছিলো আর নামছিলো। কিছুক্ষণের মধ্যে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর পাহারিকা এক্সপ্রেস এই জায়গাটি অতিক্রম করা মাত্রই লোকটি ট্রেনের নীচে ঝাঁপ দেয়।
অপর দিকে এক অটোরিকশা যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও গ্রামের লক্ষীধন সিংহ (৬০) বাজারের উদ্দেশ্যে বাড়ি বেড় হলে তার বাড়ির সামনেই সড়কে এক মোটরসাইকেল আরোহী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার জালালীয়া এলাকার ব্র্যাক অফিসের সম্মুখে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিনগর ইউনিয়ন এর দক্ষিন কামুদপুর গ্রামের অটোরিকশা যাত্রী মালেক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধা মাথায় ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply