অগ্রযাত্রা সংবাদঃ রাত পোহালেই ৫ মার্চ শুক্রবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কাঠালতলী জামে মসজিদ সংলগ্ন মাঠে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মােফাচ্ছিরে কোরআন, আমীর-তাহরীখে খতমে নবুয়্যাত বাংলাদেশ, শায়খুল হাদিস আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর ছাহেব জৈনপুরী। বয়ান পেশ করবেন বাদ জুমআ ও জুমআর নামাজ পরিচালনা করবেন। আয়ােজনে: কাঁঠালতলী ইসলামী যুব সংঘ কাঁঠালতলী, চৈত্রঘাট, কমলগঞ্জ, মৌলভীবাজার।
Leave a Reply