অগ্রযাত্রা ডেস্ক: হযরত আম্মার বিন ছাইদ বলেন, একদা হযরত ঈসা (আঃ) একটি গ্রাম অতিক্রমের সময় দেখতে পেলেন, সে গ্রামের সকল অধিবাসী মৃত্যুবরণ করে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে তিনি নিজের সহচরদেরকে বললেন, এরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে,অন্যথায় সবাই এক সাথে মৃত্যুবরণ করত না এবং জীবিতরা মৃতদেরকে দাফন করতে পারত। সহচররা বললেন, তারা কেমন করে এক সাথে সবাই ধ্বংস হল, এ ঘটনা আমাদের জানতে ইচ্ছা করছে। হযরত ঈসা (আ) এ বিষয়ে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন এবং তাকে বলা হল, রাতের অন্ধকারে আপনি ঐ গ্রামবাসীকে আহ্বান করে জিজ্ঞেস করলে এ বিষয়ে জানতে পারবেন। হযরত ঈসা (আঃ) গভীর রাতে একটি টিলায় আরােহন করে উচ্চস্বরে ডাকলেন, ওহে গ্রামবাসী! গ্রাম থেকে কেউ একজন উত্তর দিল, হে রুহুল্লাহ! আপনি আদেশ করুন। হযরত ঈসা (আঃ) গ্রামবাসীদের করুন পরিণতি সম্পর্কে জানতে চাইলে লােকটি বলল, সন্ধ্যায় আমরা আরাম করে ঘুমিয়ে পড়লাম, আর সকালে একযােগে সবাই দোজখে নিক্ষিপ্ত হলাম। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কি কারণে তােমাদের উপর এ আজাব নাজিল হল? সে বলল, আমরা দুনিয়ার ভােগ বিলাসে আসক্ত ছিলাম এবং আল্লাহর নাফরমানদের আনুগত্য করতাম। হযরত ঈসা (আঃ) জিজ্ঞেস করলেন, দুনিয়ার প্রতি তােমরা কি পরিমাণ আসক্ত ছিলে? লােকটি উত্তর দিল, একটি শিশু তার জননীর প্রতি যে পরিমাণ আকৃষ্ট থাকে আমরাও দুনিয়ার প্রতি সে পরিমান আকৃষ্ট ছিলাম। শিশু যখন তার জননীকে কাছে পায় তখন সে বেশ উৎফুল্ল থাকে, আর যেই সে একটু এ চোখের আড়াল হয় অমনি সে তার অভাবে কান্না জুড়ে দেয়। দুনিয়ার ভােগ বিলাসের ব্যাপারে আমাদের অবস্থাও অনেকটা ঐরূপ দাড়িয়েছিল।হযরত ঈসা (আঃ) জিজ্ঞেস করলেন, তােমার সাথীরা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন? সে আরজ করল, ফেরেশতারা তাদের সকলের মুখে আগুনের লাগাম লাগিয়ে রেখেছে, এ কারণেই তারা কথা বলতে পারছে না। তিনি জানতে চাইলেন, তবে তুমি কেমন করে কথা বলতে পারছ? সে উত্তর দিল, আমি তাদের মতাে ভােগ-বিলাসে মত্ত না হলেও তাদের সাথেই বসবাস করতাম। সুতরাং অপরাধীদের কারণে যখন বালা-মুসীবত নাজিল হল তখন সেই বালা ও আজাব হতে আমিও রেহাই পেলাম না। এখন আমি দোজখের এক প্রান্তে ঝুলে আছি, আমার জানা নেই যে, আমাকে মুক্তি দেয়া হবে, না দোযখেই ঠেলে দেয়া হবে । অতঃপর হযরত ঈসা (আ) স্বীয় সহচর বৃন্দকে লক্ষ্য করে বললেন, লবন দ্বারা জবের রুটি খাওয়া এবং ছালার চট পরিধান করে ঘােড়ায় আরােহন করাই উত্তম যদি দুনিয়া ও আখেরাতে ভাল থাকা যায়।
Leave a Reply