অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের পরিচালনা এবং সঙ্গীয় অফিসার এসআই/মোহাম্মদ মাসুক মিয়া, এসআই/কাজী আরিফ আহমেদ, এএসআই মকুন্দ দেববর্মা, কং/৮৩৮ মো. ইমরান হোসেন , কং/৭০২ আবুল বাছেদ রাফি, কং/১০২২ আতাউর রহমান, সকলেই জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার এসআই জিতেন্দ্র বৈষ্ণব, মাদক বেরোধী সেল মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় ০১/০২/২০২১ খ্রি. ১৮.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানার রাজনগর টু সিলেটগামী রোড এর ৩নং মুন্সিবাজারস্থ জয় টেলিকম নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০১ জন আসামী ধৃত করা হয়। ধৃত আসামীর নাম ১। লিটন সূত্রধর (২৬) পিতাঃ রানা সূত্রধর, সাং-করিমপুর, থানা- রাজনগর জেলা – মৌলভীবাজারকে ০৭ (সাত) টি বিদেশী মদের বোতলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।
বি:দ্র: মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply