

জীবন যখন আমাদের দুহাত ভরে দেয়
তখন খুব বেশি আনন্দিত হতে নেই
কারণ যা দেয় কেড়েও নেয় তারও বেশি
অনুযোগ করেও হৃদয়ে শান্তি মেলে না তখন।
এখানে পাওয়া কিংবা না পাওয়া সবই আপেক্ষিক
পাওয়ার আশাটাই আমাদের বিভ্রান্ত করে
স্বপ্ন দেখাতেও যদি আকাশকুসুম কল্পনা করি
আশাহত জীবনে নামে অপার দুঃখ গ্লানি।
চিন্তাচেতনার ভাঁজে লুকিয়ে থাকে হিংসা
বিদ্বেষ তখন খলনায়ক ভালোবাসার ছদ্মবেশে।
আমার জীবনকে আমি যা দিয়েছি
সেটুকুই আমার সঞ্চিত ধন — তা-ই আমাকে ঋদ্ধ করে।
যা অপূর্ণ তাতো পূরণের নয় — এও জানি
বুকের জমানো পাথর নামে না তবু পথ চলি —
সাফল্যের মোড়কে নিজেকে ঢেকে রেখে
এই চলার বাস্তবিক কোনো অর্থ নেই
বরং মানিয়ে নিতে হয় প্রতিকূলতার সাথে
বহুদূর হেঁটে যেতে হয় যন্ত্রণার হাতে হাত রেখে।
লিখেছেন : মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply