
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

মৌলভীবাজার প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন (চট্র- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত পতনঊষার ইউনিট সিএনজি অটোরিকশা ও অটো টেম্পু চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পদসংখ্যা ১১টি এর মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ৭জন। নির্বাচনে ৪টি পদে প্রার্থী হয়েছেন ৯ জন। মোট ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল ৪ টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে তাজুল মিয়া (ছাতা) ৯১ ভোট ও সাধারণ সম্পাদক পদে কামাল মিয়া(মোরগ) ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন (বাইসাইকেল) ৮৪ ভোট, অর্থ সম্পাদক পদে খালেদুর রহমান (তালা চাবি) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দীতায় সহ সাধারণ সম্পাদক পদে সুন্দর মিয়া, সাংগঠনিক পদে তেরা মিয়া, প্রচার সম্পাদক পদে আবুল মিয়া, দপ্তর সম্পাদক পদে রোপন মিয়া ও সদস্য পদে জয়দর আলী, শিপন মিয়া ও হুসাইন আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শওকত আহমদ। সহকারী কমিশনার হিসেবে টিপুল আলী ও সাকিব আহমদ খান দায়িত্ব পালন করেন। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ইমরান আলী। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক।
Leave a Reply