কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ঃবাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিকে সু-সংগঠিত করার লক্ষে উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতা কর্মীর উপস্হিতিতে সম্মেলন অনুষ্টিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর)সন্ধ্যা ৬টায় মো.সিদ্দেক সরদারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত।মো.মেশকাত হোসেন শাহিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মতিন বক্স। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী,ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু,সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড.আব্দুল আহাদ,ইয়াকুব আলী সিরাজী শহিদ,মো.মোতাহের আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মবু আহমেদ চৌধুরী প্রমূখ। পরে উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে
মো.হারিছউর রহমানকে সভাপতি, মো.মেশকাত হোসেন শাহিনকে সাধারণ সম্পাদক ও মনছুর আলী চৌধুরী মঞ্জুকে সিনিঃ সহ সভাপতি করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ গঠনের নির্দেশ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply