

আব্দুল বাছিত খান ঃ মৌলভীবাজারে কমলগঞ্জের শমশেরনগরে দেশী-বিদেশী ৭৫০ জন দৌড়বিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে আন্তর্জাতিক মানের দ্বিতীয় ছুটি আলট্রা ম্যারাথন শমশেরনগর চা বাগান মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন চা বাগান এলাকা ঘুরে আবার চা বাগান মাঠে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, ছুটি আলট্রা ম্যারাথন এটা আমাদের দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা বাগানের উঁচুনিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠেই দৌড় শেষ করেন।
Leave a Reply