

আব্দুল বাছিত খানঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি — প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে মৌলভীবাজার শহরে প্রাণিসম্পদ বিভাগ প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহি উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক সহ অন্যান্যরা। প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারীগন ২০টি স্টলে বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শণ করেন।
Leave a Reply