

মৌলভীবাজার প্রতিনিধি :
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও শুভসংঘের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে অসচ্ছল ১৫ জন নারী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ পৌরসভাস্থ আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুলে প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কবি,লেখক,গবেষক আহমদ সিরাজ। বসুন্ধরা শুভসংঘের সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি উপদেষ্টা মো.মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, বসুন্ধরা শুভসংঘের যুগ্ন সম্পাদক মোনায়েম খান ও প্রশিক্ষক আলমগীর হোসেন প্রমূখ। এসময় বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থী মুহিমা বেগম ও শিল্পানি শব্দকর।
Leave a Reply