

স্বপ্ন সবাই দেখে — ঘুমে কিংবা জাগরণে
বাস্তবে পরিণত হোক চাই না হোক স্বপ্ন মধুর হয়
আমিও স্বপ্ন দেখি প্রতিদিন প্রতিরাতে
প্রত্যাশার কুঁড়ি বিকশিত হবে, লক্ষ্য ছুঁয়ে যাবে !
হয়তো সময়ের স্রোতে কিছু স্বপ্ন ভেসে যাবে
মন থেকে মুছে যাবে কিছু মুখ কিছু সুখ,
তবু আমি ভাঙা স্বপ্নের টুকরোগুলো জোড়া লাগাই
যদি ঘুম আসে যদি অখণ্ড স্বপ্নকে ছুঁতে পারি,
আসলে স্বপ্ন সত্যি কিছু নয়,
কল্পনার আয়নায় দেখা সুখের প্রতিচ্ছবি মাত্র।
লিখেছেন : মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply