

বিশেষ প্রতিনিধি ঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুঞ্জবনে রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে প্রায় ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ এলাকার মুরব্বীগন। এসময় বক্তারা বলেন হিন্দু ও মুসলিম সস্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের কার্যক্রম সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগটি ধর্মীয় সস্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত, যা দুর্গাপূজার আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। রহিমপুর ইউনিয়নকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলেছে, যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে।

Leave a Reply