

আব্দুল বাছিত খানঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ ও ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১নং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকারের সভাপতিত্বে ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিষু ভুষণ দেব এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এবছর ইউনিয়নের ২২টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্টিত হবে। একি সময়ে উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য সুনিল চন্দ্র মালাকারের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবছর ইউনিয়নে ১৭টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হবে।
উক্ত সভায় উপস্থিত বক্তারা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সর্বস্তরের মানুষের সম্প্রীতি বজায় রাখা এবং আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মন্দির কমিটির সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply