নিজস্ব প্রতিবেদক ঃ মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নিজ হাতে কাঁচি নিয়ে কৃষকের আমন ধান কাটলেন। আমন ধান কর্তন ও নবান্ন উৎসবে জেলা প্রশাসকের নেতৃত্বে ঘরে উঠল কৃষকের পাকা ধান।
সোমবার ( ১৬ নভেম্বর) ভোরে জেলা প্রশাসন মৌলভীবাজার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে আমন ধান কর্তন করা হয়।
ধান কাটায় আরও অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) জনাব মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মল্লিকা দে জেলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর জনাব শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, কৃষি উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply