স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রতিবছরই ধলাই নদীর রামপাশা অংশে বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে মোঃ আব্দুন নূর চৌধুরী, মোঃ আব্দুর রব চৌধুরী, এম আর খান, হারিছ মিয়া, আজিদ মিয়া, লটা মালাকার, জয়ধন মালাকার, প্রাণেশ কুমার পাল, বিমল কুমার পাল, মণি দেবনাথ, মাহমুদা বেগম, মন্তাজ বক্স, রফিক বক্সসহ অর্ধশতাধিক পরিবার তাদের পৈত্রিক ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
মানববন্ধনে জামায়াতে ইসলামী নেতা সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আবদুহু, পাবসস লিমিটেডের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, নাজমুল হাসান মিঠু, ফখরু চৌধুরী, নিখিল মালাকার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “প্রতিবছরই ধলাই নদীর ভাঙনে রামপাশা এলাকা সংকুচিত হয়ে যাচ্ছে। বিগত বছর পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেললেও তা টিকেনি। বৃষ্টি বাড়লে পুরো বাঁধ ভেঙে গিয়ে ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।” তাঁরা দ্রুত বাঁধ সংস্কার, টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং নদীতে অবাধে মাছ ধরা ও বিষ প্রয়োগ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply