মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। পরে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে চুড়ান্তভাবে লাশটি শনাক্ত করেন পরিবার সদস্যরা। গত শুক্রবার বিকাল ৫টায় দেওড়াছড়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণী রেশমা বেগম (১৮) মাধবপুর চা বাগানের চা শ্রমিক মৃত আং রহিমের ছোট মেয়ে। ২০১৮ সালে সে এসএসসি পাস করে। চার দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিহতের পরনের জামা, গলার লকেট ও পায়ের নুপুর দেখে তার ভাই রহমত মিয়া বোনের লাশ শনাক্ত করে। নিখোঁজের সঠিক কোন কারণ জানা যায়নি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তরুণীর গলিত লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এসময় লাশের ছবি তোলা হলে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা হয়। সেই ছবি দেখেই পরিবার সদস্যরা প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করেন। কমলগঞ্জ থানার ওসি আরও বলেন আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply