কখনোসখনো কষ্ট দিয়ে ফেলি আপনজনকে
ইচ্ছাতে হোক বা অনিচ্ছায় হোক
হয়তো মান ভাঙাতে ক্ষমা চাই তার কাছে।
বারবার কষ্ট দিই আমার ক্ষমাও চাই
কিন্তু তার মনের ক্ষত টাকে সারাতে পারি না আর
অথচ স্পর্ধায় দাবি করি তাকে খুব ভালোবাসি।
সম্পর্কের মিহি সুতোয় আলগা ভালোবাসা
আপনজনকে বুঝতে না পারার দীনতা,
ভুলের পাহাড়ে থেকে সম্পর্কটা ঝুলে থাকে যখন
ভুল আর ফুল হয়ে ফোটে না জীবনে।
আবার মানুষটার টুকটাক ভুলকেও ক্ষমা করি না,
বিনিময়ে তাকে দিই পুন আঘাত,
বিচ্ছেদ অবশ্যম্ভাবী জেনেও ছল করি ভালোবাসার
এটাই তো আমাদের চিরায়ত প্রেমের ইতিহাস।
লিখেছেন মো: বদরুল ইসলাম।
১০/০৩/২৫
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply