

মৌলভীবাজার প্রতিনিধি :
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ০১.০০ ঘটিকা হইতে রাত ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা পরস্পর সঙ্গোপনে শ্রীমঙ্গল থানাধীন ০৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালা এর বসত বাড়ীর গোয়াল ঘর হইতে ০৫ টি গরু চুরি করিয়া নিয়া যায়। উক্ত ঘটনার বিষয়টি বাদী থানায় অভিযোগ করিলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানের নেতৃত্বে এসআই/অলক বিহারী গুণসহ থানা পুলিশের একটি চৌকস টিম ৫ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০১:২০ ঘটিকায় ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত নোয়াগাঁও সাকিনস্থ কাদির মিয়া ও তাজদু মিয়া‘দ্বয়ের গোয়াল ঘর হইতে বাদীর চুরি যাওয়া ০৪ টি গরু উদ্ধার পূর্বক ঘটনায় জড়িত আসামী ১. কাদির মিয়া (৩৬), পিতা-মৃত মবত মিয়া, ২. মোঃ তাজুদ মিয়া (৪৫), পিতা-মৃত মকছুদ উল্ল্যা, উভয় সাং-নোয়াগাঁও, ৩নং শ্রীমঙ্গল ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply